জলপাইগুড়ি , ১৫ জুলাই : আলুর বাজারে হানা জেলা শাসকের , মোবাইল আলু বিক্রি কেন্দ্র চালু ।
সোমবার আচমকাই জলপাইগুড়ির জেলা শাসক সামা পারভিন , সদর বিডিও , মিহির কর্মকার এবং জেলা ট্যাক্স ফোর্সের আধিকারিকদের একটি দল শহরের অন্যতম বাণিজ্য কেন্দ্র দিন বাজারের আলু পট্টিতে হানা দেয় ।
সোমবার জলপাইগুড়ির দিন বাজারের পাইকারি আলু বিক্রয় কেন্দ্র গুলোতে হানা দেবার পর জেলা শাসক সামা পারভিন জানান , পাইকারি আলু বিক্রির দোকান গুলোতে বেশ কিছু অসঙ্গতি লক্ষ্য করা গেছে |
তিনি এও জানান , সোমবার থেকে রাজ্যে সরকারের কৃষি বিপণন দপ্তরের অধীনে থাকা সুফল বাংলার মাধ্যমে জেলায় মোট ৩০ টি ভ্রাম্যমাণ আলু বিক্রির ব্যাবস্থা করা হয়েছে | যার মধ্যে সোমবার চরটি মোবাইল আলু বিক্রিয় যানের সূচনা করা হয়েছে ।