SSC : শিলিগুড়ি শিক্ষা জেলায় চাকরি হারালেন ৩৫০ জন
শিলিগুড়ি , ৫ মার্চ : এসএসসি ২০১৬ প্যানেল বাতিল । চাকরি গিয়েছে শিলিগুড়ি শিক্ষা জেলায় ৩৫০ জনের | এক ধাক্কায় শিলিগুড়ি শিক্ষা জেলায় বেকার হল ৩৫০। এসএসসি দুর্নীতি নিয়ে ২০১৬ এর প্যানেল এর আগেই বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। এবারে কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট । যাদের চাকরি বাতিল হল তাদের বেতনের টাকা ফেরত […]