Demand : যোগ্য শিক্ষকদের নিয়োগের দাবি
শিলিগুড়ি , ১০ এপ্রিল : শিক্ষক নিয়োগে দুর্নীতির দায় নিতে হবে রাজ্য সরকারকে | অবিলম্বে যোগ্য শিক্ষকদের নিয়োগ করতে হবে । এই দাবি তুলে পথে নামল CPI (ML) লিবারেশন। বৃহস্পতিবার বিকেলে শিলিগুড়ির হাসমিচকে একটি বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয় দলের পক্ষ থেকে । অন্যদিকে একই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ প্রতিবাদের সামিল হলো SUCI এর দার্জিলিং […]