Blood : ভ্রাম্যমান রক্তদান শিবির সূর্য নগর সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে
শিলিগুড়ি , ২১ জানুয়ারী : শিলিগুড়ি সূর্যনগর সমাজ কল্যাণ সংস্থার তরফে আয়োজিত হল ২৬ তম ভ্রাম্যমাণ রক্তদান শিবির উৎসব। ‘রক্তের জন্য হাঁট’ -এই বার্তা নিয়ে মঙ্গলবার দুপুরে একটি শোভাযাত্রা করা হয় সংস্থার তরফে।এদিনের এই শোভাযাত্রাটি শিলিগুড়ির বাঘাযতীন পার্কের থেকে শুরু হয়ে শহরের মূল পথ পরিক্রমা করে। ফের বাঘাযতীন পার্কে এসেই শেষ হয়। এদিনের এই শোভাযাত্রায় […]