Heritage : হেরিটেজ স্টেশন হতে চলেছে “শিলিগুড়ি টাউন স্টেশন”
শিলিগুড়ি , ৩০ অগাস্ট : শিলিগুড়িবাসীর বহুদিনের দাবি পূরণের পথে । এবার হেরিটেজ স্টেশনের মর্যাদা পেতে চলেছে “শিলিগুড়ি টাউন স্টেশন” । শুক্রবার শিলিগুড়ি বিধায়ক শংকর ঘোষের কাছে রেলমন্ত্রীর তরফে একটি চিঠি এসে পৌঁছায় । বিধায়ক শংকর ঘোষ জানিয়েছেন , পার্লামেন্টে তিনি বিষয়টি তুলে ধরেছিলেন । দীর্ঘদিন ধরে শিলিগুড়িবাসীর দাবি ছিল টাউন স্টেশনকে হেরিটেজ স্টেশন হিসেবে […]