Crime : লঙ্কার গুঁড়ো ছিটিয়ে গাড়ি চুরি , গ্রেপ্তার এক
শিলিগুড়ি , ৫ মার্চ : চলন্ত চারচাকা মালবাহী গাড়ি জাতীয় সড়কে দাঁড় করিয়ে গাড়ির চালককে চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে গাড়ি নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতী । অবশেষে পুলিশের জালে গ্রেপ্তার হল অভিযুক্ত | উদ্ধার হয়েছে মালবাহী গাড়ি। গত মাসের ২৪ তারিখ রাতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত জালাস নিজামতারা অঞ্চলে ঘোষপুকুর ফুলবাড়ি ২৭ নম্বর জাতীয় সড়কে একটি […]