Puja : সাই রামের মন্দিরে ভক্তদের ভিড়
শিলিগুড়ি , ২০ এপ্রিল : হায়দারপাড়া ঘুগনিমোড় সংলগ্ন সাই রামের মন্দিরে ১৯ ও ২০ তারিখ সারাদিন ব্যাপী নানা অনুষ্ঠানের মাধ্যমে পালিত হল সাই রামের জন্মজয়ন্তী।হায়দারপাড়া ঘুগনিমোড় সংলগ্ন সাই রামের মন্দিরে এই দু’দিন ছিল ভক্তদের বিশাল ভিড় । পুজো পাঠ সহ নানা অনুষ্ঠানের মাধ্যমে মন্দির কর্তৃপক্ষের তরফে উদযাপন করা হয় এই দিনটি। মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে […]