Strike : বনধ ঘিরে দু’পক্ষের বচসা , হাতাহাতি
শিলিগুড়ি , ৯ জুলাই : বনধকে ঘিরে উত্তেজনা ছড়াল শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ির সাতভাইয়া মোড় এ এশিয়ান হাইওয়েতে । বনধকে ঘিরে যান চলাচল বন্ধ করতে চাইলে শাসক দলের শ্রমিক সংগঠনের সঙ্গে শুরু হয় বচসা । নকশালবাড়ির সাতভাইয়া এশিয়ান হাইওয়েতে বনধ সমর্থনকারীরা বলপূর্বক স্লোগান করে রাস্তা অবরোধ করে যানবাহন আটকে দেয় । পরবর্তী সেখানে উপস্থিত হয় রাজ্যের […]