Scam : মুদির দোকানের আড়ালে চোরাই সামগ্রীর কারবার ফাঁস , গ্রেপ্তার
শিলিগুড়ি , ২৭ অগাস্ট : এবার মুদির দোকানের আড়ালে চোরাই সামগ্রীর কারবার ফাঁস | গ্রেপ্তার দোকানের মালিক বাপ্পা মজুমদার | শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ি এলাকার ঘটনা । গোপন সূত্রে খবর পেয়ে খড়িবাড়ি থানার পুলিশ অভিযান চালায় ওই মুদির দোকানে | দোকানের পিছন থেকে বিপুল পরিমাণ চোরাই সামগ্রী উদ্ধার করেছে খরিবাড়ী পুলিশ । ঘটনায় গ্রেপ্তার দোকান মালিক […]