Sikkim : ভূমিধ্বসের বিপর্যস্ত উত্তর সিকিম
শিলিগুড়ি , ২৫ এপ্রিল : উত্তর সিকিমের লাচেন চুংথাং রোডের মুন্সিথাং এবং লাচুং চুংথাং রোডের লেমা ও বব এলাকায় ব্যাপক ভূমিধ্বসের জন্য কার্যত বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থা । উত্তর সিকিমের বিস্তীর্ণ অংশে লাগাতার বৃষ্টি হয়েই চলেছে । চুংথাং পর্যন্ত রাস্তা আপাতত খোলা। তারপর বন্ধ রয়েছে , তবে প্রবল বৃষ্টির কারণে রাতে গাড়ি চলাচল সম্ভব হচ্ছে না। […]