Fire : বাড়িতে অগ্নিকাণ্ড , আতঙ্কে জনতা পাড়া
শিলিগুড়ি , ২৭ ডিসেম্বর : এনজেপি আইওসি রোডে অবস্থিত বাড়িতে অগ্নিকাণ্ড | আতঙ্কে জনতা পাড়া এলাকার মানুষ । শিলিগুড়ির এনজেপি আইওসি রোড সংলগ্ন ৩৫নম্বর ওয়ার্ডের জনতা পাড়ায় শুক্রবার সন্ধ্যায় একটি বাড়িতে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় । স্থানীয় বাসিন্দারা জানান আচমকা বাড়ির ভেতর থেকে ধোঁয়া এবং আগুনের শিখা বের হতে দেখা যায় । তড়িঘড়ি খবর […]
