Film : পদ্মশ্রী করিমূল হকের জীবনকাহিনি এবার বড় পর্দায়
শিলিগুড়ি , ২৭ ডিসেম্বর : টলিউডে আসছে পদ্মশ্রী করিমূল হকের জীবনকাহিনি | ‘অ্যাম্বুল্যান্স দাদা’র ভূমিকায় দেখা যাবে দেবকে | পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত করিমূল হকের জীবনকাহিনি অবলম্বনে নির্মিত হতে চলেছে পূর্ণদৈর্ঘ্যর বাংলা ছবি । এই ছবিতে ‘অ্যাম্বুল্যান্স দাদা’ করিমূল হকের ভূমিকায় অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা দেব ।উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার প্রত্যন্ত এলাকা থেকে উঠে আসা করিমূল হক তার […]
