Jalpaiguri : ফুটপাত দখল করলে দিতে হবে জরিমানা !
জলপাইগুড়ি , ৬ মে : ফুটপাত দখল করলেই দিতে হবে এবার জরিমানা। সোমবার জলপাইগুড়ি শহরের দিন বাজার এলাকায় ফুটপাত দখল মুক্ত করার অভিযান শুরু করল জলপাইগুড়ি পৌরসভা । চেয়ার পার্সন পাপিয়া পালের নেতৃত্বে এদিন চলে এই অভিযান । পৌরসভার বক্তব্য , ফুটপাত সাধারণ মানুষের চলাচলের জন্য নির্মাণ করা হয়েছে ।অথচ কিছু ব্যবসায়ী দোকানের সামগ্রী ফুটপাতের […]