Police : নারী পাচারচক্র পরিচালিত হচ্ছিল তামিলনাড়ু থেকে জানিয়েছে পুলিশ
শিলিগুড়ি , ২৮ জুলাই : আবারও শিলিগুড়িতে নারী পাচারচক্রের হদিশ । শিলিগুড়ি জংশন এলাকা থেকে উদ্ধার হল তরাই ডুয়ার্স এলাকার ৩৪ জন যুবতী । পাচারের অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করেছে প্রধাননগর থানার পুলিশ । তদন্তে নেমে পুলিশের অনুমান , এই চক্র পরিচালিত হচ্ছিল তামিলনাড়ু থেকে । পুলিশ সূত্রে খবর , ধৃতদের নাম গৌতম রায় সহ […]