Hospital : জেলা হাসপাতালে মকড্রিল
শিলিগুড়ি , ১১ নভেম্বর : যে কোন আগুনের ঘটনা ঘটলে তা প্রাথমিক ভাবে মোকাবিলা করে বড় দূর্ঘটনা থেকে রক্ষা করা যায় সেজন্য দমকলের সহযোগিতায় মকড্রিল হয়ে গেল জেলা হাসপাতালে।জেলা হাসপাতালের উদ্যোগে স্বাস্থ্য কর্মীদের মধ্যে আগুন নিয়ে সচেতন করেতে বিশেষ মকড্রিল অনুষ্ঠিত হল। কোন বড় আগুনের ঘটনায় ভয় না পেয়ে প্রাথমিক উপায়ে সেই আগুন নেভানোর বিভিন্ন […]
