College : জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে চালু হল রিডার্স কর্ণার
জলপাইগুড়ি , ২০ এপ্রিল : জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়াদের আরও বেশি করে শিল্পের উপযুক্ত করে তুলতে এগিয়ে এলেন প্রাক্তনীররা। তাদের উদ্যোগে কলেজে চালু হল রিডার্স কর্ণার । এখানে বিভিন্ন বইপত্র ও দেশ বিদেশের জার্নাল থাকবে । যা থেকে পড়ুয়ারা উপকৃত হবেন । রাত আটটা পর্যন্ত খোলা থাকবে ওই রিডার্স কর্ণার । ফলে ছাত্রছাত্রীরা কলেজ […]