Accident : শৈল শহরে ভ্রমণ শেষে দুর্ঘটনা , জখম ৫
শিলিগুড়ি , ১৪ জুন : দার্জিলিং ভ্রমণ শেষে ফেরার পথে কার্শিয়াং এর পংখাবাড়ি রোডে পথ দুর্ঘটনা | দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন ৫ জন | আজ সকালে পংখাবাড়ি রোডের সাতগুমতি এলাকায় এই দুর্ঘটনা ঘটে । একটি ছোটো গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে , যাতে থাকা পাঁচজন যাত্রী গুরুতর আহত হয়েছেন । সকল যাত্রী শিলিগুড়ির বাসিন্দা এবং তারা […]