Health : শিলিগুড়িতে স্বাস্থ্য দপ্তরের হানা !
শিলিগুড়ি , ১৭ জুলাই : শিলিগুড়ি জুড়ে স্বাস্থ্য দপ্তরের হানা । ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা একাধিক প্যাথলজি ক্লিনিকে হানা রাজ্য স্বাস্থ্য দপ্তরের । ক্লিনিক চালানোর জন্য স্বাস্থ্য দপ্তরের বৈধ কাগজ পত্র , লাইসেন্স দেখাতে না পারায় একাধিক বেআইনি ক্লিনিককে নোটিশ ধরানো হয়েছে । আগামী ১ মাসের মধ্যে প্রয়োজনীয় কাগজ তৈরি না করলে ওই ক্লিনিক […]