October 30, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ খেলা

Sports : টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ আয়োজিত হচ্ছে

শিলিগুড়ি , ৫ এপ্রিল : রাজ্য স্তরের টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ আয়োজিত হতে চলেছে শিলিগুড়িতে । শিলিগুড়ি রোটারি ক্লাব উত্তরায়ন ওই প্রতিযোগিতার আয়োজন করছে । জুনিয়র ও সিনিয়র দুটো লেভেলে ওই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে । শুক্রবার সাংবাদিক বৈঠক করে ওই চ্যাম্পিয়নশিপের বিষয়ে জানান অর্জুন পুরস্কার প্রাপ্ত মান্তু ঘোষ ।


প্রথম পর্যায়ের খেলাটি আয়োজন হবে ভারত নগরের তুফানি সংঘে । সেখানে চারটে টেবিলে আন্ডার ১৩ ও আন্ডার ১৫ ছেলে ও মেয়েদের খেলা আয়োজিত হবে । ৭ মে থেকে ১২ মে পর্যন্ত সেখানে খেলা চলবে। দ্বিতীয় পর্যায়ের খেলাটি হবে ১৪ জুন থেকে ১৯ জুন । সেখানে আন্ডার ১৭ , আন্ডার ১৯ এবং সিনিয়রদের খেলা আয়োজিত হবে । সব মিলিয়ে ১৩০০ থেকে ১৪০০ খেলোয়ার অংশগ্রহণ করবে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *