August 5, 2025
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ রাজনীতি

Politics : পারিবারিক দল তৃণমূল কংগ্রেস , ইলেকশন কমিশন সব দেখছে : শুভেন্দু অধিকারী

শিলিগুড়ি , ৫ অগাষ্ট : সংবিধান মানে না তৃণমূল । পারিবারিক দল তৃণমূল কংগ্রেস । ইলেকশন কমিশন সব দেখছে ।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পরীক্ষা পিছতে চাননি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিন কারণ পরীক্ষা ছিল | শুভেন্দু বলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মেরুদন্ড সোজা আছে । তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের প্রতিষ্ঠার দিন চুরি করেছে ।
তৃণমূল কংগ্রেস বালি পাথর জঙ্গলের গাছ সহ জীবজন্তু সব খেয়ে ফেলেছে । ১৯৫৪ সালে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা হয়েছিল তৃণমূল ওটা চুরি করেছে । বাগডোগরা বিমানবন্দরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান |

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় উপাচার্য পেল না , উত্তরবঙ্গ মেডিকেল কলেজ প্রিন্সিপাল পেল না এই প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারী বলেন মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গকে ঘৃণা করেন।
অপছন্দ করেন উত্তরবঙ্গকে ।

উত্তরবঙ্গের ৫৪ আসন যাতে তৃণমূল হারে সেই ব্যবস্থা করতে হবে ।

তিনি এও বলেন , ভাষার ইস্যু বলে কোন ইস্যু নেই । বাংলাদেশী রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান এদেরকে ঢোকানো হয়েছে এদের সবার ভাষা বাংলা । এদের মধ্যে যারা হিন্দু তারা শরণার্থী আর বাকিরা অনুপ্রবেশকারী ।
বিজেপি তাদের নাগরিকত্ব দেবে যারা শরণার্থী তাদের । অনুপ্রবেশকারীদের পাঠিয়ে দেওয়া উচিত যেখান থেকে এসেছে সেখানে ।

বাংলাদেশের মুসলমান সম্প্রদায়ের মানুষ যারা ভারতবর্ষে আছেন যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে সেই প্রক্রিয়া চলছে।
আর মমতা বন্দ্যোপাধ্যায়ের যা করছে শুধু নিজের ভোট ব্যাংকের কথা ভেবেই সবকিছু করছে । ভারতের মুসলমানদের কোন সমস্যা নেই |

মমতা বন্দ্যোপাধ্যায় কে নন্দীগ্রামে হারিয়েছি , ২৬ শে ভবানীপুরে ও হারাবো ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *