শিলিগুড়ি , ৫ মার্চ : ঘোষপুকুর খড়িবাড়ি রাজ্য সড়কে ট্রাকের ধাক্কায় মৃত্যু এক স্কুল ছাত্রীর । এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায় । মৃত ছাত্রীর নাম জ্যাকলিন ছেষ (১১)। সে এসটি জোসেফ স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্রী ছিল ।
এদিন ওই স্কুল ছাত্রী রাস্তা পার করে দোকানে যাচ্ছিল । সেই সময় ঘোষপুকুরের দিক থেকে একটি সবজি বোঝাই ট্রাক আসছিল যেটি ওই স্কুল ছাত্রীকে ধাক্কা মারে । ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই স্কুল ছাত্রীর ।
স্থানীয়রা খবর দেয় পুলিশকে । খবর পেয়ে পৌঁছায় ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ । পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় । অপরদিকে এই ঘটনার পরেই ট্রাক রেখে চালক ঘটনাস্থল থেকে চম্পট দেয় । পুলিশ ঘাতক ট্রাক আটক করে থারায় নিয়ে যায় ।