শিলিগুড়ি , ২২ ফেব্রুয়ারী : মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির পরই বনধ স্থগিত রাখার সিদ্ধান্ত নিল বিরোধীরা । বিধানসভায় বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব পাস হতেই পাহাড়ে প্রথমে চব্বিশ ঘন্টা অনশন ও ১২ ঘন্টার পাহাড় বনধের ডাক দিয়েছিল বিরোধীরা।
মুখ্যমন্ত্রী শিলিগুড়ি সফরে থাকাকালীন ওই বনধের বিষয়টি জানতেই চরম ক্ষোভ প্রকাশ করেন । চরম হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী । বনধ করলে কড়া আইনি পদক্ষেপের নির্দেশ ও দিয়েছিলেন পুলিশ ও প্রশাসনকে মুখ্যমন্ত্রী ।
অন্যদিকে , বনধকে কোনভাবেই সমর্থন নয় বলে সাফ জানিয়ে দেয় জোট সঙ্গী জিএনএলএফও । ফলে রাজনৈতিক ও প্রশাসনিক চাপে পরে অবশেষে বনধ স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় অজয় এডওয়ার্ড ও বিনয় তামাংরা ।