শিলিগুড়ি , ১২ জানুয়ারী : পর্যটকদের দক্ষিণ ভারত ভ্রমণ করানোর জন্য একটি বিশেষ ট্রেন শুরু করতে চলেছে IRCTC । ট্রেনটির নাম দেওয়া হয়েছে স্বদেশ দর্শন স্পেশ্যাল ট্যুরিস্ট ট্রেন । বৃহস্পতিবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠকে IRCTC এর তরফে একথা জানান হয়েছে । মার্চ মাসের ১৫ তারিখ এই ট্রেনটি যাত্রা শুরু করবে কাটিহার স্টেশন থেকে ।
সেখান থেকে মুঙ্গের-ভাগলপুর-দুমকা- কলকাতা থেকে যাত্রীদের নিয়ে দক্ষিণ ভারতের দিকে রওনা দেবে ট্রেনটি । এই ট্রেন করে তিরুপতি , রামেশ্বরম , কন্যাকুমারী , মাদুরাই , মালিকারজুন ইত্যাদি জায়গায় ঘোরানো হবে। এই ভ্রমণের জন্য তিনটি প্যাকেজ করা হয়েছে । ট্রেনের স্লিপার ক্লাসের টিকিটের প্যাকেজ নিলে খরচ পড়বে মাথা পিছু ২০ , ৯০০ টাকা , AC তৃতীয় শ্রেণীর টিকিটের প্যাকেজ মাথা পিছু ৩৪,৫০০ টাকা , Ac দ্বিতীয় শ্রেণীর প্যাকেজের দাম পড়বে মাথা পিছু ৪৩,০০০ টাকা। প্রতিটি প্যাকেজেই থাকা, খাওয়া, ভ্রমণ সবটাই থাকছে। এর সম্পর্কে আরো বিশদে জানতে হবে IRTCT এর অফিসিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করলে পাওয়া যাবে বলে তারা জানান।