December 11, 2025
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা দার্জিলিং

Driver : পাহাড় সমতলের গাড়ির চালকদের বিবাদ মিটল অবশেষে

শিলিগুড়ি , ১১ ডিসেম্বর : পাহাড় সমতলের গাড়ির চালকদের বিবাদ মিটল অবশেষে |

বেশ কিছুদিন ধরে পাহাড়ে ঘুরতে যাওয়া পর্যটকদের হেনস্থার শিকার হতে হচ্ছিল বলে অভিযোগ।
সমতলের গাড়ি চালকরা অভিযোগ করছিলেন সমতল থেকে গাড়ি নিয়ে পর্যটকরা পাহাড়ে গেলে সেই গাড়িতে সাইড সিন করতে দেওয়া হচ্ছিল না পাহাড়ের গাড়ি চালকদের তরফ থেকে । সমতলের গাড়ি চালকরা অভিযোগ করছিলেন পাহাড়ের গাড়ি চালকরা পর্যটকদের ওখানকার গাড়ি ব্যবহার করতে বাধ্য করছিলেন।

বিষয়টি নিয়ে পাহাড় এবং সমতলে বিবাদে চরমে উঠেছিল । সমতলের পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত ১৯ টি সংগঠন এই বিষয়টি নিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছিল বেশ কয়েকদিন আগেই । তাদের দাবি রাজ্য পরিবহন দপ্তর তাদের গাড়ির রাজস্ব নিচ্ছে গোটা জেলায় পরিভ্রমণের জন্য
| কিন্তু পাহাড়ে তাদের গাড়ি সমস্যার শিকার হচ্ছে । অতি দ্রুত এই সমস্যা নিরসনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছিলেন পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত গাড়ি চালক থেকে শুরু করে ট্যুর অপারেটররা ।

অবশেষে আজ বৈঠকে মিললো সুরাহা । আজ শিলিগুড়ির মহকুমা শাসকের দপ্তরে পরিবহন বিভাগ , প্রশাসন ,পুলিশ এবং পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত ১৯ টি সংগঠন বৈঠকে বসে । বৈঠকে গাড়ির মালিক অ্যাসোসিয়েশন এবং পর্যটন শিল্পের সঙ্গে যারা যুক্ত তাদেরকে প্রশাসনের তরফ থেকে পরিষ্কার বলে দেওয়া হয় পাহাড়ে আর এমন কোন সমস্যা হবে না ।

পাহাড়ে পর্যটকরা হয়রানির শিকার হবেন না । সমতলের গাড়ি পাহাড়ে পর্যটকদের নিয়ে সাইডসিন করতে পারবে । বিষয়টির উপর নজর থাকবে পুলিশ প্রশাসনের বলেই জানিয়েছেন সভায় উপস্থিত অতিরিক্ত জেলা শাসক পুলিশ এবং মহকুমা শাসক ।

প্রশাসনের এই উদ্যোগে খুশি পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত প্রত্যেকেই । পাহাড় এবং সমতলের মেল বন্ধনে আবার পর্যটন শিল্প মাথা উঁচু করে দাঁড়াবে বলেই আশা করছেন সবাই |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *