শিলিগুড়ি , ১৯ মে : শিলিগুড়ি পুরনিগমের সভাকক্ষে মেয়র গৌতম দেব , ডেপুটি মেয়র রঞ্জন সরকার , স্পোর্টস কমিটির সকল সদস্যদের নিয়ে সারা বাংলা দাবা সংস্থার সভাপতি তথা গ্রান্ড মাষ্টার দিব্যেন্দু বড়ুয়া শহর শিলিগুড়িতে একটি দাবা একাডেমি গড়ার ক্ষেত্রে আলোচনা করলেন ।
আলোচনার ফাঁকে দিব্যেন্দুবাবু জানান , কোলকাতা কেন্দ্রিক অঞ্চলে অনেক সুযোগ সুবিধা থাকার দরুন অনেকে দাবা খেলার সুযোগ সুবিধা পেয়ে থাকে । সেই ক্ষেত্রে বেশ কিছু দিন আগে শহর শিলিগুড়িতে দাবা একাডেমি গড়া নিয়ে মেয়র গৌতম দেবের সঙ্গে তার কথা হয়েছিল । তিনি সহমত জানিয়ে জায়গা খোঁজার কাজ ও শুরু করেন এবং মোটামুটি ভাবে একাডেমি গড়ার কাজ অনেকটা এগিয়েছে বলে তিনি জানান । এই একাডেমি হলে এখানকার প্রচুর উদীয়মান দাবারু রয়েছে তারা আরও এগিয়ে আসতে পারবেন ।