July 26, 2025
Sevoke Road, Siliguri
Uncategorized

Corporation : বাংলা আবাস যোজনা প্রকল্পে অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ

শিলিগুড়ি , ২৫ জুলাই : বাংলা আবাস যোজনা প্রকল্পে অনিয়ম ও কাজের গাফিলতি নিয়ে বৃহস্পতিবার এক উচ্চপর্যায়ের বৈঠক করলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব। বৈঠকে উপস্থিত ছিলেন পুরনিগমের আধিকারিকরা , সংশ্লিষ্ট প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা এবং অন্যান্য প্রশাসনিক প্রতিনিধি ।

মেয়র জানান , বেশ কিছু ব্যক্তি ও সংস্থা সরকারি টাকা নেওয়ার পরও নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করেননি । এই অনিয়মের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে । যারা টাকা নিয়ে কাজ করেননি , তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে । এছাড়া অনেকেই টাকা ফেরত দিয়েছেন বলেও জানান মেয়র।

মেয়র বলেন , এই প্রকল্পটি গরিব মানুষের আবাসনের জন্য । এখানে কোনও রকম দুর্নীতি বা গাফিলতি বরদাস্ত করা হবে না । তারা সমস্ত কিছু খতিয়ে দেখছেন এবং প্রাপকরা যাতে প্রকৃত সুবিধা পান , তা নিশ্চিত করা হচ্ছে |

বৈঠকে বর্তমান প্রকল্পের অগ্রগতি , নির্মাণাধীন বাড়িগুলোর অবস্থা , প্রাপকদের সমস্যা এবং ভবিষ্যতের পরিকল্পনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। মেয়রের মতে , এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *