Khabar Samay Bangla Blog উত্তরবঙ্গ Tourism : বিশ্ব পর্যটন দিবসে জয় রাইড করল পড়ুয়ারা
উত্তরবঙ্গ ঘটনা

Tourism : বিশ্ব পর্যটন দিবসে জয় রাইড করল পড়ুয়ারা

শিলিগুড়ি , ২৭ সেপ্টেম্বর : বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ছাত্র-ছাত্রীদের জন্য টয় ট্রেনে স্টিম ইঞ্জিন এর মাধ্যমে জয় রাইডের ব্যবস্থা করল হিমালয়ান হসপিটাল এন্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্ক ।

বুধবার শিলিগুড়ির জংশন স্টেশন থেকে শুকনা স্টেশন পর্যন্ত এই জয় রাইডের ব্যবস্থা করা হয় । জয় রাইড এর আগে একটি শোভা যাত্রার আয়োজন করে এই সংগঠন । শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে শোভাযাত্রাটি শুরু হয় । সেখানে পা মেলান শিলিগুড়ির মেয়র গৌতম দেব , ডেপুটি মেয়র রঞ্জন সরকার , পুরনিগমের চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী , সংগঠনের সম্পাদক সম্রাট সান্যাল , চিফ এডভাইজার রাজ বসু সহ অন্যান্যরা।

বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা ও এই শোভাযাত্রায় অংশগ্রহণ করে | শোভাযাত্রাটি বাঘাযতীন পার্ক থেকে শুরু হয়ে জংশন রেলওয়ে স্টেশনে এসে শেষ হয়। সেখান থেকেই এই টয় ট্রেন জয় রাইডের ব্যবস্থা করা হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের জন্যই এই রাইডের ব্যবস্থা করা হয়। পর্যটন দিবসের দিন ছাত্র-ছাত্রীদের আনন্দ দিতে এবং স্টিম ইঞ্জিনের মাধ্যমে টয়ট্রেন চড়ার যে অভিজ্ঞতা তা উপলব্ধি করাতেই এই উদ্যোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version