শিলিগুড়ি , ১৪ জুন : শিলিগুড়িতে প্রতিনিয়ত চলছে লোডশেডিং , অতিরিক্ত বিদ্যুতের মাশুল গুনতে হচ্ছে শহরবাসীকে | এরই প্রতিবাদে বিক্ষোভে সামিল হল ভারতীয় জনতা পার্টি |
বুধবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সামনে থেকে একটি মিছিল করে হাকিমপাড়া এলাকার বিদ্যুৎ বিভাগের গ্রাহক সেবা কেন্দ্রের সামনে গিয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায় BJP ৩ নম্বর মণ্ডল কমিটির নেতৃত্ব ও কর্মীরা । এদিনের এই বিক্ষোভে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষও ।
এদিন বিক্ষোভ দেখানোর পর তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়। মূলত শিলিগুড়ি শহরে প্রতিদিন লোডশেডিং হচ্ছে । তার পাশাপাশি অতিরিক্ত বিদ্যুতের মাশুল গুনতে হচ্ছে শহরবাসীকে এমনই অভিযোগ এ দিন তোলা হয় । এর পাশাপাশি একবারে তিন মাসের পরিবর্তে প্রতিমাসে যাতে বিদ্যুতের বিল শহরবাসী দিতে পারে তার ব্যবস্থা করার দাবি তুলে ধরা হয়। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এ বিষয় নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ।