শিলিগুড়ি , ২৪ মার্চ : অবশেষে জামিনে মুক্ত হলেন বিজেপি নেতা বিকাশ সরকার । ২ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে আদালত তার জামিন মঞ্জুর করে । বিকাশ সরকারের জামিন মঞ্জুর হতেই উচ্ছ্বসিত হয়ে ওঠেন শিলিগুড়ির বিজেপি নেতারা। উত্তরীয় পড়িয়ে, ফুল-মালা দিয়ে অভিনন্দন জানানো হয় তাকে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে শিলিগুড়ি পুর এলাকার ২৪ নম্বর ওয়ার্ডে একটি অফিস ঘরের দখল ঘিরে উত্তেজনা ছড়ায়। তৃণমূলের দাবি ওই অফিস ঘরটি কংগ্রেসের। চার বছরের জন্য বিশেষ শর্তে সেই অফিস ঘর নেওয়া হয়েছে চুক্তির ভিত্তিতে । কংগ্রেসেও একই দাবি করেছে । যদিও বিকাশ সরকারের দাবি ছিল ওই অফিস ঘর তার একটি স্বেচ্ছাসেবী সংস্থার নামে। কোনও দলীয় কার্যালয় নয় । আর তা নিয়েই শুরু বিবাদ । অভিযোগ ওঠে বিজেপি নেতা বিকাশ সরকার তৃণমূল কংগ্রেস পরিচালিত পুরনিগমের চেয়ারম্যান তথা স্থানীয় কাউন্সিলর প্রতুল চক্রবর্তীকে ধাক্কা দেন। শারীরিক হেনস্থার অভিযোগ ওঠে। ঘটনার খবর পেতেই আসরে নামেন গৌতম দেব। অন্যদিকে, ঘটনার খবর পেতেই সেখানে উপস্থিত হয় শিলিগুড়ি থানার পুলিশ।
জানা গিয়েছে, সেই ঘটনার পরই পুলিশের তরফে বিকাশ সরকারকে গ্রেফতার করা হয়। ঘটনার প্রতিবাদে সরব হয় স্থানীয় গেরুয়া শিবির। রাতভর থানার সামনে চলে অবস্থান বিক্ষোভ। এদিকে শুক্রবার বিকাশ সরকারকে আদালতে পেশ করা হয়। শেষ অবধি মেলে জামিন। ঘটনা প্রসঙ্গে শংকর ঘোষ থেকে শুরু করে আনন্দময় বর্মনের দাবি, নৈতিক জয় হয়েছে।