October 30, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Tiger : চিতাবাঘের হামলায় জখম হল শিশু সহ ৭ জন

মালবাজার , ৩১ জুলাই : চিতাবাঘের হামলায় জখম হল শিশু সহ ৭ জন | ডুয়ার্সের চা বাগান গুলি এখন চিতাবাঘের আবাসস্থল হয়ে উঠেছে । বসতি এলাকায় যখন তখন হানা দিচ্ছে চিতাবাঘ | তবে এখন রাত বা সন্ধ্যা নয় | দিনের বেলাতেও আক্রমণ করছে ।

মাল ব্লকের কুমলাই গ্রাম পঞ্চায়েতের নেপুছাপুর চাবাগান সংলগ্ন বস্তি এলাকায় চিতাবাঘের হামলায় জখম হল শিশু সহ ৭ জন ।
কুমলাই গ্রাম পঞ্চায়েতের নেপুছাপুর , নেওরা সহ অন্যান্য ছোট চাবাগান গুলিতে চিতাবাঘের উপদ্রব রয়েছে । কয়েকদিন আগেই নেওড়া চা বাগানে বনদপ্তরের পাতা খাঁচায় আটক হয় পর পর দুটি চিতাবাঘ । তারপরও চিতাবাঘের হামলা কমেনি ।
প্রত্যক্ষদর্শী মমতা রায় জানান , চা বাগানে বাঘ এসেছে শুনে আতঙ্কের সৃষ্টি হয় | মানুষের ভীড় জমে । বাচ্চারাও দাঁড়িয়ে ছিল | আচমকাই চিতাবাঘ আয়ান রায় (৪) কে আক্রমণ করে। তখন তার দাদু গৌরাঙ্গ রায় তাকে বাঁচাতে ছুটে যায় | এরপর চিতাবাঘ গৌরাঙ্গ রায়ের উপর হামলা চালায়। মানুষের চিৎকার ও দৌড়ে আসায় চিতাবাঘ আরও কয়েকজনকে হামলা করে পালিয়ে যায়।
হাসপাতাল সূত্রে জানা গেছে , জখমদের মধ্যে দাদু , নাতি ছাড়াও আরও পাঁচ জন রয়েছে তারা হল প্রদীপ ওঁরাও (৭), মার্কোস ওঁরাও (২৮) রকি ওঁরাও (১৩) , মুখেশ রায় (১৬) ও মাংড়ি ওঁরাও (৩৮)।
স্থানীয় বাসিন্দারা জানায় , এলাকায় চিতাবাঘ রয়েছে । মাঝেমধ্যে হামলা করে এর আগেও কয়েকজনকে জখম করেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *