Khabar Samay Bangla Blog উত্তরবঙ্গ Tree : বেঙ্গল সাফারিতে উদযাপিত হল বনমহোৎসব
উত্তরবঙ্গ ঘটনা জীবনধারা

Tree : বেঙ্গল সাফারিতে উদযাপিত হল বনমহোৎসব

শিলিগুড়ি , ১৪ জুলাই : বেঙ্গল সাফারিতে ধুমধামের সঙ্গে উদযাপিত হল বনমহোৎসব ।

‘সবুজ বাঁচাও , সবুজ দেখাও , সবুজের মাঝে বিবেক জাগাও’ এই শ্লোগান কে সামনে রেখে ধুমধামের সঙ্গে বনমহোৎসব পালন করা হয় ।

আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান মুখ্য বনপাল (উত্তরবঙ্গ) রাজেশ কুমার , মানস রঞ্জন ভট্ট অতিরক্ত প্রধান মুখ্য বনপাল সহ বন বিভাগের একাধিক উচ্চপদস্থ আধিকারিকদের পাশাপাশি উপস্থিতি ছিলেন মেয়র গৌতম দেব , ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ পুরনিগমের একাধিক কাউন্সিলররা |

এছাড়াও আজকের এই অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন শিলিগুড়ি পুলিশ কমিশনার সহ একাধিক বিশিষ্টরা ।

অনুষ্ঠানের প্রথমেই বেঙ্গল সাফারি এলাকায় পশুপাখিদের প্রিয় ফল গাছের চারা লাগিয়ের এই অনুষ্ঠানের সূচনা করা হয়। পাশাপাশি আজ সারাদিন শিলিগুড়ির অদূরে বেঙ্গল সাফারি পার্কে গাছ ও বনাঞ্চল সম্পর্কে নানা শিক্ষামূলক অনুষ্ঠান ও পাশাপাশি ছাত্র-ছাত্রীদের মধ্যে মানুষের জীবনে গাছ বনাঞ্চল পশ-পাখির প্রয়োজনীয়তা সম্পর্কে শিক্ষা ও সচেতনতা প্রচারের মাধ্যমে আজকের দিনটি পালন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version