January 27, 2025
Sevoke Road, Siliguri
জীবনধারা

New Dress : চা বাগানের মায়েদের নতুন শাড়ি উপহার

শিলিগুড়ি , ২৬ জানুয়ারী : বাগানের মায়েদের হাতে শতাধিক নতুন বস্ত্র তুলে দিল আনন্দময়ী কালীবাড়ি সমিতি |

কিরনচন্দ্র টি এস্টেট , মেরিভিউ সহ মোট ২০ টি চা বাগানের মায়েদের হাতে নতুন শাড়ি তুলে দিল শিলিগুড়ি আনন্দময়ী কালীবাড়ি সমিতি ।
প্রত্যক বছরের মত এবারও সাধারণতন্ত্র দিবস উপলক্ষ্য করে বাগডোগরা কিরনচন্দ্র টি এস্টেটে একটি ছোট্ট অনুষ্টানের মধ্য দিয়ে ৮০০ দরিদ্র শ্রমিক মায়েদের হাতে এই নতুন শাড়ি তুলে দিল আনন্দময়ী কালীবাড়ি সমিতি ।

নতুন শাড়ি পেয়ে সম্ভবত খুশি ওই খেটে খাওয়া মায়েরা ।
সমিতির সম্পাদক ভাস্কর বিশ্বাস জানান , উত্তরবঙ্গের মোট ২০ টি বাগানের মায়েদের একত্রিত করে তাদের হাতে এই বস্ত্র তুলে দেওয়া হল ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *