March 12, 2025
Sevoke Road, Siliguri
জীবনধারা

Garden : বাড়ির ছাদে গোলাপ বাগান নজর কাড়ছে সকলের

শিলিগুড়ি , ১২ ফেব্রুয়ারী : শিলিগুড়ি পাকুড়তলা মোড়ে আশ্রমপাড়ায় অশোক সরকারের বাড়ির ছাদে গোলাপ ফুটে রয়েছে ২৫ বছর ধরে । উনি নানা রঙের গোলাপ লাগিয়ে যাচ্ছেন নিজের এই ছোট্ট বাগানে । যতবার ফুল মেলাতে নিজের গোলাপ প্রদর্শন করেছেন ততবারই প্রথম পুরস্কার পেয়েছেন ।

অবশ্য উনি পেশায় একজন কন্ট্রাক্টর । মূলত গোলাপ গাছ লাগানোর অনুপ্রেরণা পেয়েছেন মা আর বউয়ের কাছ থেকে । যখন শিলিগুড়িতে চারিদিকে কংক্রিটের জঙ্গলে ভরে গিয়েছে সেখানে দাঁড়িয়ে ছাদের উপরে গোলাপ গাছের ফুল ফুটিয়ে তাক লাগিয়ে দিয়েছেন উনি । প্রায় ৮০ রকমের গোলাপ আছে তার বাগানে বর্তমানে | অবশ্য অশোক বাবুর মতে বাড়ির ছাদে বা বাড়ির আশেপাশে কেউ যদি গাছ লাগান তাহলে যেমন পরিবেশ ভালো থাকে ঠিক তেমনি মনও ভালো থাকে । তাই উনি নিজের ছাদ বাগানে গোলাপ চাষ করে প্রমাণ করেছেন যে মনের ইচ্ছা থাকলে যে কোন জায়গায় গাছ লাগানো যায় ।

আগামী দিনে গোলাপ বাগান বানানো এর পরিকল্পনা রয়েছে তার । এছাড়াও এবছরও কাঞ্চনজঙ্গা স্টেডিয়ামের ফুল মেলা গ্রাউন্ডে ফুলের গাছ দেবেন এমনটা ভেবে রেখেছেন অশোক বাবু। তার প্রস্তুতি এখন চলছে জোরকদমে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *