শিলিগুড়ি , ১ জুলাই : শিলিগুড়ির হিলকার্ট রোডস্থিত সোনার দোকানের ডাকাতির ঘটনায় আরও তিন জনকে গ্রেপ্তার করল শিলিগুড়ি থানার পুলিশ ।
ধৃতদের নাম সুমিত কুমার , শ্যাম সিং ও কমলেশ দেবী । সোনার দোকানের ডাকাতির ঘটনায় এখনও পর্যন্ত গ্রেপ্তার মোট ৬ ।
পুলিশ সূত্রের খবর অনুযায়ী ডাকাতির দিন অভিযুক্ত সুমিত কুমার ঘটনাস্থলে উপস্থিত ছিল । শ্যাম সিং ও কমলেশ দেবী হল ডাকাত দলের রিসিভার । গ্রেপ্তার হওয়া এই কমলেশ দেবী ও সুমিত কুমার সম্পর্কে মা ও ছেলে এমনটাই জানা যাচ্ছে সূত্র মোতাবেক ।
ধৃত তিন জনই উত্তরপ্রদেশের দাদন থানার বাসিন্দা । শিলিগুড়িতে ডাকাতির ঘটনা ঘটিয়ে এই সুমিত কুমার , দেখা করে ডাকাত দলের দুই রিসিভার শ্যাম সিং ও কমলেশ দেবীর সঙ্গে । তারপরেই এরা তিনজন গা ঢাকা দেয় কাজগঞ্জ থানা এলাকায় একটি ভাড়া বাড়িতে ।
বিভিন্ন সোর্সকে কাজে লাগিয়ে ও মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে শিলিগুড়ি থানার পুলিশ পৌঁছায় কাশগঞ্জ থানায় এলাকায় । তারপর কাশগঞ্জ থানার এসওজি টিমের সহায়তায় সেই বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে শিলিগুড়ি সোনার দোকানের ডাকাতির ঘটনায় সরাসরি ভাবে জড়িত অভিযুক্ত সমিত কুমার সহ সেই ডাকাত দলের দুই রিসিভার শ্যাম সিং ও কমলেশ দেবীকে ।
সূত্র মোতাবেক এও জানা গেছে ধৃতদের কাছে থেকে প্রায় ১৫০-২০০ গ্রাম সোনার গহনা উদ্ধার হয়েছে ।
ধৃতদের ট্রানজিট রিমান্ডে নিয়ে আজ থানায় পৌঁছায় শিলিগুড়ি থানার পুলিশ । আগামীকাল ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হবে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে ।