January 28, 2025
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ জীবনধারা

Road : পড়ুয়াদের নিয়ে পথ নিরাপত্তায় সচেতনতা

শিলিগুড়ি , ২৭ জানুয়ারী : ট্রাফিক সচেতনতা বাড়াতে ২৭ থেকে ৩১ জানুয়ারী চলছে পথ নিরাপত্তা সপ্তাহ । বাগডোগরা ট্রাফিক গার্ডের পক্ষ থেকে সাড়ম্বরে পালিত হল দিনটি । স্কুল পড়ুয়াদের উপস্থিতি ছিল লক্ষ্য করার মত ।

সড়ক দুর্ঘটনা কমাতে ট্রাফিক আইন মেনে চলতে প্রতিবছর এই সময় পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হয় । মূলত চালকদের মধ্যে সচেতনতা বাড়াতেই এই কর্মসূচি । বাগডোগরা বিহার মোড়ে ট্যাবলো সহ স্কুল পড়ুয়াদের সহযোগিতায় এক শোভাযাত্রা আয়োজিত হয় । শোভাযাত্রাটি বিহার মোড় থেকে শুরু হয়ে পানিঘাটা মোড় হয়ে ফের বিহার মোড় ট্রাফিক পার্কে শেষ হয় ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিআইএসএফের ডিএসপি এস সি জে প্রধান । আপার এবং লোয়ার বাগডোগরা প্রধান সঞ্জীব সিনহা , মমতা বর্মন সহ অন্যান্যরা । শোভাযাত্রায় অংশ নেন পুলিশ কমিশনারেটের একাধিক আধিকারিক সেইসঙ্গে বাগডোগরা ট্রাফিক গার্ডের ওসি স্বপন রায় বাগডোগরা থানার ওসি পার্থ সারথি দাস সহ অন্যান্যরা।

শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এ ডি সি পি ট্রাফিক অভিষেক মজুমদার জানান , শুধু আইন করলেই দুর্ঘটনা রোধ করা যাবে না । চাই সচেতনতা। আর সেই সচেতনতা যদি , কিশোর বয়সে মাথায় ঢুকিয়ে দেওয়া যায় l তাহলে বড় হয়ে তাদের সকলের মস্তিষ্কে ট্রাফিক সচেতন হওয়ার বার্তা থেকে যায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *