October 25, 2025
Sevoke Road, Siliguri
Uncategorized

Bridge : পুডুং , নলডারা হয়ে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ করা দেওয়া হল

শিলিগুড়ি , ২৫ অক্টোবর : ফের দুর্ঘটনার আশঙ্কা থাকায় বেলগাছি , পুডুং , নলডারা হয়ে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হল । শুক্রবার সকাল থেকে সমস্ত যাত্রীবাহী ভাড়ার গাড়ি মিরিক থেকে দুধিয়া পর্যন্ত চলাচল শুরু করেছে । আবার হেঁটে সেতু পেরিয়ে এপারে এসে যাত্রীদের শিলিগুড়ির গাড়ি ধরতে হচ্ছে । এই পরিস্থিতিতে ব্যাগপত্র নিয়ে বালাসন নদী পেরোতে চরম হয়রানির শিকার হচ্ছেন পর্যটক থেকে সাধারণ মানুষ । তবে , ব্যক্তিগত ছোট গাড়িগুলি সুখিয়াপোখরি , ঘুম হয়ে চলাচল করছে । পূর্ত দপ্তর শনিবার থেকেই হেঁটে দুধিয়ার অস্থায়ী রাস্তা দিয়ে চলাচল করা সম্ভব হবে বলে জানিয়েছে । সম্ভবত রবিবার থেকেই ছোট গাড়িও এই পথে চলাচল শুরু করবে।

৪ অক্টোবর রাতের প্রবল বৃষ্টিতে বালাসন নদীতে জলস্ফীতি হয় । জলের প্রচণ্ড ধাক্কায় মিরিকের লাইফলাইন ১২ নম্বর রাজ্য সড়কে দুধিয়ায় বালাসন নদীর ওপরে থাকা লোহার সেতু ভেঙে যায়। সেই সময় থেকেই মিরিকের সঙ্গে শিলিগুড়ির সংযোগকারী প্রধান রাস্তাটি বন্ধ রয়েছে। ৬ অক্টোবর থেকে পূর্ত দপ্তর নদীতে হিউমপাইপ বসিয়ে অস্থায়ী রাস্তা তৈরির কাজ করছে।

দুধিয়ায় সেতু ভাঙার পর থেকে মিরিকের সঙ্গে সড়ক যোগাযোগ ব্যবস্থা ঘুম , সুখিয়াপোখরি হয়েই চালু রয়েছে । পাশাপাশি নকশালবাড়ির বেলগাছি , পুডুং , নলডারা হয়ে অপর একটি রাস্তা দিয়েও ছোট যানবাহন চলাচল করছে । তবে , এই রাস্তাটি এতটাই চড়াই এবং ঝুঁকিপূর্ণ যে , মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটছে । বুধবার ১৯ জন যাত্রী নিয়ে একটি ভাড়ার গাড়ি নেপালের কাঁকড়ভিটা থেকে এই রাস্তা হয়ে মিরিক যাওয়ার সময় নলডারায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় । এই ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে । বেশ কয়েকজন গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এর পরেই এই রাস্তা দিয়ে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা নিয়ে চিন্তাভাবনা শুরু করে প্রশাসন। কথা বলা হয় পরিবহণ চালকদের সঙ্গে ।

মিরিক মহকুমা প্রশাসন সূত্রে জানানো হয়েছে , পরিবহণ চালকরাও প্রশাসনের সঙ্গে একমত হয়ে নলডারা , পুডুং রোড হয়ে যাত্রী নিয়ে চলাচলের ঝুঁকি নিতে চাইছেন না। তাই ওই রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে । বিকল্প হিসাবে মিরিক থেকে দুধিয়া এবং দুধিয়া থেকে শিলিগুড়ি যাতায়াতের জন্য বালাসনের দু’পাশেই গাড়ির ব্যবস্থা করেছে ।

মিরিক দুধিয়া ১৫০ টাকা এবং দুধিয়া শিলিগুড়ি ১৫০ টাকা হিসাবে ভাড়া ধার্য করা হয়েছে । মিরিক থেকে যাত্রীবাহী গাড়িগুলি যাত্রীদের এনে দুধিয়ার সেতুর ওপারে নামিয়ে দিচ্ছে । সেখান থেকে লাগেজ নিয়ে যাত্রীদের নদীর ওপরে অস্থায়ী সাঁকো পেরিয়ে এপারে এসে শিলিগুড়ির জন্য অপর গাড়ি ধরতে হচ্ছে । আর এর জেরেই ভোগান্তির শিকার হচ্ছেন পর্যটক থেকে সাধারণ মানুষ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *