শিলিগুড়ি , ১৫ জানুয়ারী : ইস্টার্ন বাইপাসের রাস্তা যেন মরণফাঁদ। রাস্তায় পর্যাপ্ত পরিমাণে পথবাতি ও পুলিশি কড়া নজরদারির অভাবে আকছার ঘটছে ছোট বড়ো পথ দুর্ঘটনা। হচ্ছে মৃত্যু । বুধবার দুপুরে এই অভিযোগ তুলে শিলিগুড়ি সংলগ্ন ইস্টার্ন বাইপাসের ভারী মোড় এলাকাতে পথ অবরোধ করলেন বিধায়ক শিখা চট্টোপাধ্যায় ও বিজেপি কর্মীরা ।
গত সোমবার সন্ধ্যায় লরির ধাক্কায় একটি পাঁচ বছরের শিশুর মৃত্যু হয় । গুরুতর জখম হন তার মা । বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তিনি । দীর্ঘক্ষণের অবরোধের জেরে বহু গাড়ি রাস্তায় আটকে যায় । প্রায় ঘন্টাখানেকের পথ অবরোধের পর শিলিগুড়ি মেট্রোপলিটান পুলিশের আশিঘর ফাঁড়ির পুলিশ অবরোধকারীদের হটিয়ে দেন ।
এদিন বিধায়িকা শিখা চ্যাটার্জী জানান , ইস্টার্ন বাইপাস এলাকায় পর্যাপ্ত পরিমাণে পথবাতি না থাকার জন্য প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনা ঘটছে । পাশাপাশি পুলিশ গাড়ি চলাচলে কোনও নিয়ন্ত্রণ করার দিকে মন দেয় না এমনটাই অভিযোগ করেন বিধায়ক । যার জন্য শিশুর মৃত্যু হল ।