শিলিগুড়ি , ৫ জুন : শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসের আশিঘর এলাকায় দুর্ঘটনা কবলে পড়লেন এক যুবক ।
আশিঘর ইস্টার্ন বাইপাসে সকাল থেকে রাত প্রত্যেকদিনই একের পর এক ছোট বড় দুর্ঘটনা ঘটেই চলছে । অভিযোগ এই পথে কেউ বেপরোয়া ভাবে বাইক চালাচ্ছেন বা দ্রুত গতিতে ছুটছে গাড়ি । এর ফলেই প্রত্যেকদিন ঘটে যাচ্ছে একের পর এক দুর্ঘটনা ।
ঠিক একই ভাবে রবিবার বিকেলে এক যুবক দুর্ঘটনার কবলে পরলেন এই পথে । স্কুটি নিয়ে ইস্টার্ন বাইপাস দিয়ে যাবার পথে ট্রাকের সামনে চলে আসে । বিশেষ করে রবিবার এই সড়কে দুর্ঘটনা বাড়ছে । রবিবার বিকেলে ও শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসের আশিঘর মোড় থেকে জলেশ্বরী বাজার যাওয়ার পথে হঠাৎ একটি স্কুটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে একটি চারচাকা গাড়িতে । এর ফলে স্কুটিতে থাকা ওই যুবক চার চাকা গাড়ির তলায় চলে যায়।
দুর্ঘটনার দৃশ্য দেখার পর স্থানীয় দোকানদাররা ছুটে এসে গুরুতর আহত সেই যুবককে চার চাকার গাড়ির চাকার নিচ থেকে উদ্ধার করেন। এর পর তাকে নিয়ে যাওয়া হয় শিলিগুড়ি জেলা হাসপাতালে। খবর পেয়ে আসে আশিঘর আউটপোস্টের পুলিশ । দুটি গাড়িকে আটক করেছে পুলিশ । পাশাপাশি স্কুটি চালকের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে শিলিগুড়ি জেলা হাসপাতাল থেকে একটি বেসরকারি হাসপাতালে রেফার করা হয় । এদিকে দুর্ঘটনার পর ট্রাকের চালক পলাতক । ঘটনার তদন্ত করে দেখছে আশিঘর ফাঁড়ির পুলিশ । পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুরুতর জখম ওই যুবকের নাম সুরজিৎ চক্রবর্তী ।