June 28, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Corporation : বর্ষার আগেই জোড়াপানী ও ফুলেশ্বরী নদী সংস্কারের কাজ সম্পূর্ণ করার চেষ্টা

শিলিগুড়ি , ২৪ মে : স্বল্প বৃষ্টিতে জল জমে যায় শহরের বিভিন্ন প্রান্তে । তার প্রধান কারণ হল নিকাশি ব্যবস্থা ঠিক না থাকা । শহরের ছোট থেকে বড় নালা বেশিরভাগ গিয়ে পড়ছে শহরের মাঝ বরাবর বয়ে যাওয়া জোড়াপানি ও ফুলেশ্বরী নদীতে । তবে জোড়াপানি ও ফুলেশ্বরী নদীর বর্তমান পরিস্থিতি দেখলে তাকে নদী বলা দায় , বৃহৎ নর্দমার রূপ নিয়েছে জোড়াপানি ও ফুলেশ্বরী ।

যদিও জোড়াপানি ও ফুলেশ্বরীর এই পরিস্থিতির জন্য আমরা শহরবাসীরা দায়ী । বিভিন্ন নোংরা আবর্জনা নিয়ে নদীতে ফেলতে ফেলতে জোড়াপানী ও ফুলেশ্বরী নদীর আজ এই পরিস্থিতি। জোড়াপানি ও ফুলেশ্বরী নদীতে ব্রিজের উপর থেকে যাতে সাধারণ মানুষ নোংরা আবর্জনা ফেলতে না পারে সেই জন্য পুরনিগমের তরফ থেকে জোড়াপানি ও ফুলেশ্বরী নদীর প্রত্যেকটি ব্রিজের ওপরে লাগানো হয়েছে নেট ।

কিন্তু জোড়াপানি ও ফুলেশ্বরী নদীর দু’পাশ দিয়েই রয়েছে বহু বাড়ি এবং সেখানকার বেশকিছু বাড়ি থেকেও নোংরা আবর্জনা ফেলা হয় জোড়াপানি ও ফুলেশ্বরী নদীতে , তাই মানুষ যদি নিজেকে পরিবর্তন না করে তাহলে প্রশাসন যতই গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করুক না কেন , তা কোন কাজেই দেবে না । জোড়াপানি ও ফুলেশ্বরী নদীকে বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে সরকার , ইরিগেশন ডিপার্টমেন্ট এর পক্ষ থেকে প্রচুর অর্থ ব্যয় করে করা হচ্ছে জোড়াপানি ও ফুলেশ্বরী নদী পরিষ্কারের কাজে ।

আর্থ মুভার নামিয়ে জোড়াপানি ও ফুলেশ্বরী নদী থেকে সমস্ত নোংরা আবর্জনা তুলে ফেলা হচ্ছে | যাতে স্বল্প বৃষ্টিতে জল জমার সমস্যা থেকে রেহাই প্রায় শহরবাসী । পাশাপাশি ফের প্রাণ পায় জোড়াপানি ও ফুলেশ্বরী নদী ।

আজ সেই কাজ পরিদর্শন করতে গিয়েছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব সহ মেয়র পরিষদরা । বর্ষার আগেই জোড়াপানী ও ফুলেশ্বরী নদী সংস্কারের কাজ সম্পূর্ণ করার চেষ্টায় রয়েছে সরকার এমনটাই জানিয়েছেন আজ মেয়র গৌতম দেব ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *