শিলিগুড়ি , ১২ এপ্রিল : পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের তরফে শিলিগুড়িতে আয়োজিত হল জেলা পর্যালোচনা সভা । শনিবার শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে এই পর্যালোচনা সভার আয়োজন করা হয়।
এদিন এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ কুমার মজুমদার , কৃষি বিপণন প্রতি মন্ত্রী ও বর্তমান রাষ্ট্রমন্ত্রী বেচারাম মান্না , মেয়র গৌতম দেব , দার্জিলিং জেলার জেলাশাসক প্রীতি গোয়েল , শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ সহ অন্যান্য বিশিষ্টরা ।
মূলত পঞ্চায়েত এলাকাকে সার্বিকভাবে উন্নত করার লক্ষ্যে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হল শিলিগুড়িতে । বৈঠকে বিভিন্ন পঞ্চায়েত বিভাগের উন্নয়নমূলক কাজ , কৃষির অগ্রগতি এবং গ্রামীণ পরিকাঠামো শক্তিশালী করার বিষয় নিয়ে বিস্তারে আলোচনা হয় । সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে সরাসরি মত বিনিময়ের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয় কীভাবে এই অঞ্চলের সামগ্রিক উন্নয়ন আরও কার্যকরভাবে বাস্তবায়ন করা যেতে পারে ।