শিলিগুড়ি , ১ জুলাই : ডঃ বিধান চন্দ্র রায়ের জন্মদিবসকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে দার্জিলিং জেলা তৃণমূল মহিলা কংগ্রেস (সমতল) এর উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয় । মঙ্গলবার শিলিগুড়ির বাঘাযতীন পার্ক প্রাঙ্গণে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয় ।
এদিনের কর্মসূচিতে তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব থেকে শুরু করে সর্বস্তরের নেতা-কর্মীরা অংশ নেন। পাশাপাশি তৃণমূল মহিলা কংগ্রেসের বিভিন্ন স্তরের কার্যকর্তারাও এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করে সমাজের প্রতি মানবিক দায়বদ্ধতার নজির গড়েন ।
আয়োজকরা জানান , সমাজের দরিদ্র ও রোগীদের রক্তের চাহিদা পূরণ করতে এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও চালিয়ে যাওয়া হবে । উপস্থিত নেতৃত্ব ডঃ বিধান চন্দ্র রায়ের জীবনদর্শন ও সমাজসেবার দৃষ্টান্তকেও এদিন স্মরণ করেন ।