October 30, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

peacock : অসুস্থ ময়ূর উদ্ধার

শিলিগুড়ি , ২৪ অগাস্ট : চা বাগান থেকে অসুস্থ ময়ূর উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দিল চা শ্রমিকরা । বৃহস্পতিবার দুপুরে কালচিনি ব্লকের নিমতি চা বাগানের ভিতরে একটি ময়ূর দেখতে পায় শ্রমিকরা ।

চা শ্রমিকরা অসুস্থ ময়ূরটিকে উদ্ধার করে বন দপ্তরের নিমতি রেঞ্জে খবর দেয় | ঘটনাস্থলে বনকর্মীরা পৌছে ময়ূরটিকে উদ্ধার করে নিয়ে যায় । প্রাথমিক পরীক্ষার পর ময়ূরটিকে পুনরায় জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বনদফতর সূত্রে খবর ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *