January 27, 2025
Sevoke Road, Siliguri
জীবনধারা

Nation : কুচকাওয়াজের বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সাধারণতন্ত্র দিবস পালন

জলপাইগুড়ি , ২৬ জানুয়ারী : প্যারেড , কুচকাওয়াজের বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ৭৬ তম সাধারণতন্ত্র দিবস পালিত হল জলপাইগুড়িতে । জলপাইগুড়ি জেলা পুলিশ ও প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে সাধারণতন্ত্র দিবস।

এই উপলক্ষে রবিবার জলপাইগুড়ি টাউন ক্লাব ময়দানে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
অনুষ্ঠানে অংশগ্রহণ করে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা । প্যারেড গ্রাউন্ডে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে উৎসাহ ও উদ্দীপনার লক্ষ্য করা যায় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির জেলাশাসক শামা পারভিন ও পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে । জাতীয় পতাকা উত্তোলন করেন জেলাশাসক।

পতাকা উত্তোলনের পর সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে স্যালুট জানানো হয় তাদের। শহরের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের সুশৃঙ্খল সাংস্কৃতিক অনুষ্ঠান মুগ্ধ করে দর্শকদের । প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা ছিল এদিন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *