জলপাইগুড়ি , ২০ এপ্রিল : জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়াদের আরও বেশি করে শিল্পের উপযুক্ত করে তুলতে এগিয়ে এলেন প্রাক্তনীররা। তাদের উদ্যোগে কলেজে চালু হল রিডার্স কর্ণার । এখানে বিভিন্ন বইপত্র ও দেশ বিদেশের জার্নাল থাকবে । যা থেকে পড়ুয়ারা উপকৃত হবেন ।
রাত আটটা পর্যন্ত খোলা থাকবে ওই রিডার্স কর্ণার । ফলে ছাত্রছাত্রীরা কলেজ শেষ করেও সেখানে পড়াশোনার সুযোগ পাবেন । এছাড়া বিভিন্ন শিল্পে উচ্চ পদে কর্মরত এই কলেজের প্রাক্তনীরা নিয়মিত এই রিডার্স কর্ণারে এসে পড়ুয়াদের সঙ্গে আলোচনা করবেন। মূলত কলেজে পড়াশোনার সঙ্গে শিল্পক্ষেত্রে কাজ করার বাস্তব অভিজ্ঞতার যে ব্যবধান রয়েছে সেটা ঘোচানোই অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন প্রাক্তনীরা ।
রিডার্স কর্ণারের মাধ্যমে জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়াদের শিল্পে কাজের জন্য উপযুক্ত করে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তারা। কলেজের অধ্যক্ষ অমিতাভ রায় প্রাক্তনীদের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ।