শিলিগুড়ি , ২৩ জানুয়ারী : ভারতীয় জনতা যুব মোর্চার তরফে সীমান্তবর্তী গ্রাম পরিদর্শন ও সম্পর্ক অভিযান কর্মসূচি করা হল সোমবার খড়িবাড়ির পশ্চিম রামধন জোতে । ভারত নেপাল সীমান্তবর্তী রামধন জোত গ্রামে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলার পাশাপাশি সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা।
গ্রাম পরিদর্শন ও সম্পর্ক অভিযানে এসে প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতি নিয়ে বিডিওকে ফোন করেন সাংসদ রাজু বিস্তা । প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা থেকে ওই এলাকার ১২৬ জনের নাম বাদ গিয়েছে কেন তার ও খোঁজ নেন তিনি । এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সর্বভারতীয় বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক রাজু বিস্তা । সাংসদ ছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাটিগাড়া নক্সালবাড়ির বিধায়ক তথা শিলিগুড়ি সাংগঠনিক জেলার সভাপতি আনন্দময় বর্মন , ফাঁসিদেওয়ার বিধায়ক দূর্গা মুরমু সহ অন্যরা |