April 25, 2025
Sevoke Road, Siliguri
Uncategorized

Tea Worker : শ্রমিকদের ন্যূনতম হাজিরার দাবি

শিলিগুড়ি , ২৫ এপ্রিল : দার্জিলিং জেলা চা বাগান মজদুর ইউনিয়নের পক্ষ থেকে (CITU-এর সাথে সংযুক্ত ) SDO অফিস চলো কর্মসূচি পালিত হয় আজ । এদিনের মিছিলটি শুরু হয় এয়ারভিউ মোড় (মহানন্দা ঘাট) থেকে এবং তা এগিয়ে যায় SDO অফিসের দিকে ।

চা বাগান শ্রমিকদের ন্যূনতম হাজিরা , জমির অধিকার ও বেতন বৃদ্ধির দাবিতে একটি স্মারকলিপি প্রদান করা হয় SDO-কে ।

এই কর্মসূচি প্রসঙ্গে ইউনিয়নের সভাপতি সমন পাঠক জানান , তাদের দাবিগুলি অবিলম্বে মানা না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন তারা | তিনি আরও বলেন , “২০২৫ সালের মধ্যেই রাজ্য ও কেন্দ্র সরকারকে চা শ্রমিকদের স্থায়ী পাট্টা ও উপযুক্ত বেতন বৃদ্ধির ব্যবস্থা করতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *