March 12, 2025
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা জীবনধারা

Tea Worker : চা শ্রমিকদের নূন্যতম মজুরির দাবিতে প্রতিবাদের ডাক

শিলিগুড়ি , ১৯ ফেব্রুয়ারী : ২০১৫ সালের ২০ ফেব্রুয়ারি ত্রিপাক্ষিক চুক্তিতে চা-শ্রমিকদের নূন্যতম মজুরি নির্ধারণের সিদ্ধান্ত হয়েছিল । তবে ১০ বছর পরও তা বাস্তবায়িত হয়নি। এরই প্রতিবাদে আগামী ২০ ফেব্রুয়ারী এক বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে চা বাগান মজদুর ইউনিয়ন ।

বুধবার এক সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে একথা জানান ইউনিয়নের সদস্যরা | উপস্থিত ছিলেন অভিজিৎ রায় , অভিজিৎ মজুমদার , সুমিত চক্রবর্তী ও শংকর পাল।

বারবার প্রতিশ্রুতি ভঙ্গ ও অযৌক্তি ইন্টারিং বৃদ্ধি চাপিয়ে দিয়ে শ্রমিকদের বঞ্চিত রাখা হয়েছে । ২০২৩ সালে হাইকোর্ট সরকারকে ছয় মাসের মধ্যে ন্যূনতম মজুরি ঘোষণার নির্দেশ দিলেও তা এখনও বাস্তবায়িত হয়নি । ফলে চা শ্রমিকদের দৈনিক মজুরি এখনও ২৫০ টাকা যা বাস্তবতার তুলনায় নগণ্য ।

এই ঘটনার ১০ বছর অতিক্রান্ত হয়ে গেলেও কোন সুরাহা না হওয়ায় অবশেষে আগামী ২০ ফেব্রুয়ারী প্রতিটি চা বাগানে কালো ব্যাচ পড়ে প্রতিবাদ জানানো হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *