October 30, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা রাজনীতি

Investigation : শহীদ দিবসে গিয়ে অস্বাভাবিক মৃত্যু তৃনমূল কর্মীর , তদন্তের দাবি

শিলিগুড়ি , ২২ জুলাই : শহীদ দিবসে অংশ নিতে তৃনমূল কর্রমী ঞ্জিত মন্ডল কলকাতায় পাড়ি দিয়েছিলেন ৷ কিন্তু বাড়ি আর ফেরা হল না বছর ৫৫ এর রঞ্জিত মন্ডলের । বকখালি থেকে তার নিথর দেহ উদ্ধার হয়েছে ৷ তার মৃত্যুর জন্য অন্যান্য তৃণমূল কর্মীদের প্রতি অভিযোগের আঙুল তুলছে পরিজনরা।

মৃত রঞ্জিত মন্ডল পেশায় মেকানিক । তিনি পুরনিগমের ৩৫ নম্বর ওয়ার্ডের ভক্তিনগর এলাকার বাসিন্দা । সেখানে প্রথম পক্ষের স্ত্রী সন্তান থাকেন। অন্যদিকে , শহীদ কলোনীতেও তার দ্বিতীয় সংসার রয়ছে বলেই খবর। রঞ্জিত বাবু বছর পাঁচেক আগে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন INTTUC-র সঙ্গে যুক্ত হয়েছিলেন । এর আগেও তিনি ধর্মতলায় আয়োজিত শহিদ দিবসে যোগ দিয়েছিলেন । এবারও ১৯ তারিখ কলকাতা পৌঁছান। তার সঙ্গে জনা দশেক স্থানীয় তৃণমূল কর্মী ছিলেন ।

রবিবার তিনি ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন যাতে দেখা যায় মাঝ সমুদ্রে একটি বোট ভাসছে । পরিবারের তরফে জানা গিয়েছে , বকখালিতে সমুদ্রে তলিয়ে রঞ্জিতের মৃত্যু হয়েছে এমনটাই দাবি করেছেন তার সঙ্গে থাকা অন্য কর্মীরা ।

রবিবার বিকেলে মৃত্যুর খবর জানতেই মৃতের ছোট ছেলে শুভম মন্ডল কলকাতার উদ্দেশ্যে রওনা হন । প্রাথমিকভাবে খবর , আজ ময়নাতদন্ত শেষে মৃতদেহ শিলিগুড়িতে বাড়ি ফিরিয়ে আনা হবে।

মৃতের ছেলে শুভম এবং সুরজ জানান , তার বাবা বছর পাঁচেক আগে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত হন ৷ সেখানেই কিছু দলীয় কর্মীদের সঙ্গে তার মনমালিন্য চলছিল। তাদের সঙ্গেই কলকাতায় পাড়ি দিয়েছিলেন। যা নিয়ে আপত্তিও জানানো হয়েছিল পরিবারের তরফে ।

এই পরিস্থিতিতে বাবার অস্বাভাবিক মৃত্যুতে অন্যান্য তৃণমূল কর্মীদের প্রতি সন্দেহ প্রকাশ করছেন শুভম এবং সুরজ ৷ ঘটনায় তারা তদন্তের দাবি ও জানান |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *