August 2, 2025
Sevoke Road, Siliguri
Uncategorized

Siliguri : সভাধিপতির বিরুদ্ধে নিয়ম ভাঙার অভিযোগ

শিলিগুড়ি , ২ অগাষ্ট : শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে নিয়ম ভেঙে সময়ের আগেই গুরুত্বপূর্ণ মিটিং সেরে ফেলার অভিযোগ তুললেন পরিষদের বিরোধী দলনেতা অজয় ওঁরাও । শুক্রবার সাংবাদিক বৈঠক করে তিনি এই অভিযোগ তোলেন।

অজয় ওঁরাও জানান , চলতি অর্থ বছরের হিসাবনিকাশ নিয়ে বিকেল ৪ টায় বৈঠকের সময় নির্ধারিত থাকলেও , বিরোধী পক্ষের অনুপস্থিতিতেই সময়ের আগে আলোচনা সেরে ফেলা হয় ।

তিনি এই ঘটনাকে স্বচ্ছতার পরিপন্থী বলে দাবি করেন | তিনি জানান , মহকুমা পরিষদের একাধিক ত্রুটি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে দলগতভাবে আন্দোলনে নামবেন তারা ।
তার সঙ্গে এদিন বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি নেতা নান্টু মন্ডল , মনীষা সরকার , শৈলেন রায় এবং দার্জিলিং জেলা বিজেপির সাধারণ সম্পাদক নান্টু পাল ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *