শিলিগুড়ি , ২২ মে : রামকৃষ্ণ মিশনের জমি কান্ডের ঘটনায় এবার উলটপুরাণ পুলিশমহলে । তদন্তের পর জমিটি আসলে রামকৃষ্ণ মিশনেরই বলে সাফ জানালেন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের আধিকারিকরা।
ওই ঘটনার তদন্তে নেমে আশ্রমে আবাসিকদের উপর হামলা চালানোর ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ কমিশনারেটের ভক্তিনগর থানার পুলিশ । ধৃতদের বুধবার জলপাইগুড়ি আদালতে তোলা হয়। পুলিশের তরফে সাতদিনের জন্য পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে । আশ্রমে হামলার ঘটনায় ধৃত পাঁচ জন হল শম্ভু দাস, দেবাশীষ সরকার, শম্ভু মাহাতো, শ্যামল বৈদ্য ও রাজীব বসাক।
ধৃতদের মধ্যে রাজীব বসাক মাটিগাড়ার শিবমন্দিরের বাসিন্দা এবং বাকিরা ভক্তিনগর থানা এলাকার বাসিন্দা ।
এদিন ডিসিপি দীপক সরকার বলেন, “জমিটি আসলে টুকরে সিং বলে এক ব্যক্তির। তিনি ওই জমি হারদওয়াল সিং গিল নামে আরেকজনের কাছে বিক্রি করেন । হারদওয়াল সিং গিল আবার ওই জমি এসকে রায় নামে আরেকজনকে বিক্রি করেন। সেই ব্যক্তির কোন উত্তরাধিকার না থাকায় জমিটি রামকৃষ্ণ মিশনকে দান করেন। কিন্তু প্রদীপ রায় দাবি করেন তার মা বিদ্ধেশ্বরী রায়কে ওই জমি দিয়েছিল এস কে রায়। যা সম্পূর্ণ ভিত্তিহীন। জমি রামকৃষ্ণ মিশনেরই। তবে মিউটেশন না হওয়ায় জমিটির মালিক এখনও টুকরে সিংকে দেখাচ্ছে । এক মাসের মধ্যে মিউটেশন সহ অন্যান্য প্রক্রিয়া হবে।”